• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার বাসায় সন্ত্রাসীদের গুলি


গোপালগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২৫, ২০১৭, ০৫:৪২ পিএম
গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার বাসায় সন্ত্রাসীদের গুলি

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। রোববার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান জানান, তার কাশিয়ানীর বাসায় রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এক রাউন্ড গুলি ছোড়া হয়।

তিনি আরো বলেন, কে বা কারা হঠাৎ গেস্টরুমের বন্ধ থাকা কাচের জানালা বরাবর পিস্তল দিয়ে গুলি করে। এ সময় ওই রুমে কেউ ছিল না। গুলিতে জানালার কাচ ভেদ করে টেলিভিশন ছিদ্র হয়ে যায়, তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি। তবে তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর সনেট ওরফে পিস্তল সনেট নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর থেকে তার বাসার দিকে অপরিচিত লোকজন উকিঝুঁকি দিচ্ছিল।

বিষয়টি নজরে রাখার পাশাপাশি আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাসায় গুলি ছোড়ার ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কাশিয়ানী বাজারের দক্ষিণ পাশে সেলিম মৃধার দোতালা বাড়ির নিচতলায় ভাড়া বাসায় থেকে দায়িত্ব পালন করেন আবু রায়হান।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!