• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোলাপি টেস্টে রুট-কুকের জোড়া সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৭, ১০:২৩ এএম
গোলাপি টেস্টে রুট-কুকের জোড়া সেঞ্চুরি

ঢাকা: গোলাপি বলে দিবারাত্রীর টেস্ট খেলার অভিজ্ঞতা আগেই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথমবার নতুন অভিজ্ঞতা হলো ইংল্যান্ডের। প্রথম দিবারাত্রীর টেস্টে স্বপ্নের শুরু করেছে জো রুটের দল। অধিনায়ক ও সাবেক অধিনায়কের জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে বসে পড়েছে ইংল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৮ রান।

ইংল্যান্ডের মাটিতে প্রথম দিবারাত্রী টেস্টের সাক্ষী হয়ে থাকল এজবাস্টন। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে রাজ করলেন দুই ধ্রুপদি ইংলিশ ব্যাটসম্যান কুক ও রুট। টেস্ট ক্যারিয়ারে ১৩ তম সেঞ্চুরির স্বাদ পেলেন ইংলিশ অধিনায়ক। তিনি ১৩৬ রান করেছেন ১৮৯ বলে ২২ চারের সাহায্যে।

নেতৃত্বের ব্যাটন ছাড়লেও ব্যাট হাতে এখনও ইংল্যান্ডের বড় ভরসার কুক। এদিন টেস্ট ক্যারিয়ারে ৩২ তম সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ইংলিশ ওপেনার। মার্ক স্টোনম্যানের সঙ্গে কুকের ওপেনিং জুটি না-জমলেও তৃতীয় উইকেটে রুটের সঙ্গে ডাবল সেঞ্চুরির জুটি গড়লেন কুক। সাবেক ও বর্তমান ইংলিশ অধিনায়কের ব্যাটিং দাপটে প্রথম দিনেই ব্যাকফুটে চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৭২ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন কেমার রোচ।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!