• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘গোয়েন্দাদের ব্যর্থতায় জঙ্গি হামলা’


রংপুর প্রতিনিধি জুলাই ১০, ২০১৬, ০২:৪৩ পিএম
‘গোয়েন্দাদের ব্যর্থতায় জঙ্গি হামলা’

‘কঠোর নিরাপত্তা’র মধ্যেও গুলশানের অভিজাত রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে ১৭ বিদেশি হত্যা বাংলাদেশি গোয়েন্দাদের ব্যর্থতার কারণে হয়েছে বলে দাবি করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ বলেন, এর জন্য গোয়েন্দারা দায়ী। গোয়েন্দা বিভাগ জঙ্গি দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, গুলশানের অভিজাত রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে ১৭ বিদেশি হত্যার ঘটনায় বাংলাদেশের প্রতি বিদেশিদের আস্থা নষ্ট হয়ে গেছে।

রোববার দুপুরে রংপুরে নিজ বাসভবন ‘পল্লী নিবাস’- এ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

এরশাদ মনে করেন, উচ্চ শিক্ষিত তরুণদের এভাবে জঙ্গি তৎপরতায় জড়ানো দেশের জন্য অশনিসংকেত। যুবকেরা কাজ না পাওয়ায় জঙ্গিবাদের দিকে ঝুঁকছে’।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!