• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্যালারিতে দর্শকের জন্য তামিমের হাহাকার


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৮, ১০:০১ পিএম
গ্যালারিতে দর্শকের জন্য তামিমের হাহাকার

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে গ্যালারি ভরছে না। এমনকি বাংলাদেশের খেলার দিনেও খাঁ খাঁ করছে গ্যালারি। সাধারণত বাংলাদেশের ম্যাচে এমনটা কখনও দেখা যায়নি। তবে কী ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ কমে গেল? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চিত্র দেখলে এ প্রশ্ন উঠতেই পারে।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল অবশ্য এটি মানতে রাজি নন, ‘আমার কাছে মনে হয় প্রথম যে ম্যাচ খেলেছিলাম, দর্শক একটু কম ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে বেশ ভালোই দর্শক ছিল। এ রকম কিছু না, তবে মানুষের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে, এটাও সত্যি কথা। জিম্বাবুয়ে বা অন্য যেকোনও দল তারা আমাদের জয় প্রত্যাশা করে।’

দর্শক না থাকলে ফাঁকা মাঠে কার খেলতে ভাল লাগে। তামিমও চান মাঠে এসে দর্শকরা খেলা দেখুক, ‘আমরা যখন শ্রীলঙ্কার সঙ্গে এত দর্শকের সামনে খেলেছি, ভাল খেলেছি। ক্রিকেটার হিসেবে এটা আমাদের অনুপ্রেরণা দেয়। হয়তো আমি দশ বছর খেলছি, সাকিব খেলেছে এরকম আরও দুই তিন জন আছে। কিন্তু অনেকে খেলেছে যাদের এরকম অভিজ্ঞতা নেই। তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যখন মাঠে অনেক দর্শক থাকে, তখন কিভাবে ভাল খেলা যায়।’

এজন্যই তামিম পরের ম্যাচগুলোতে বেশি বেশি দর্শক প্রত্যাশা করছেন। তাঁর ভাষায়, ‘আমরা সব সময় চাই যে অনেক দর্শক থাকবে, যে দলের সঙ্গেই খেলি না কেন। আশা করব সামনে খেলাগুলোতেও এমন দর্শক হবে, আরও বেশি হবে।

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!