• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘গ্যাস দিয়ে ভাত রান্নার কোনো মানে হয় না’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০১৬, ০৩:৫৮ পিএম
‘গ্যাস দিয়ে ভাত রান্নার কোনো মানে হয় না’

গৃহস্থালিতে গ‌্যাস ব‌্যবহারের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‌‘গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না।’

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী।

সরকার নানা পদক্ষেপের মাধ‌্যমে গৃহস্থালিতে গ‌্যাস ব‌্যবহার নিরুৎসাহিত করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাসা-বাড়িতে পাইপলাইনের গ‌্যাস সংযোগ আর না দেওয়ার পাশাপাশি সরকার সিলিন্ডারে এলপিজি আমদানি উৎসাহিত করছে।’

গৃহস্থালিতে গ‌্যাস সংযোগ না রাখার ব্যাপারে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে যারা বলে আসছেন তাদের হতাশ করে মুহিত বলেন, ‌‘এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই ডমেস্টিক কনজাম্পশনে (গৃহস্থালিতে ব‌্যবহার) গ্যাস সরবরাহ করেছিলাম। এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ, অন্যদের বোঝানো উচিৎ যে, রান্না- বান্নায় গ্যাসের ব্যবহার চলবে না।’

বাংলাদেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালিতে রান্নার কাজে। গ‌্যাস সঙ্কটের কারণে ২০০৯ সাল থেকে গৃহস্থালিতে নতুন আর গ‌্যাস সংযোগ দেওয়া হচ্ছে না বললেই চলে। বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন দুই হাজার মিলিয়ন ঘনফুটের কিছু বেশি।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!