• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্যাস সংযোগ বন্ধ, চুলা জ্বলছে না শহরবাসীর


হবিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২, ২০১৮, ০৫:৩৩ পিএম
গ্যাস সংযোগ বন্ধ, চুলা জ্বলছে না শহরবাসীর

প্রতীকী ছবি

হবিগঞ্জ: লাইনে ত্রুটি থাকায় বন্ধ রয়েছে গ্যাস সংযোগ। এতে চুলা জ্বালাতে না পারায় রান্না করতে পারছে না শহরবাসী। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর থেকে গ্যাস না থাকায় এই দুর্ভোগে পড়েছেন হবিগঞ্জ শহরবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্টারনেট কেবল লাইন নেয়ার সময় মাটির নিচে থাকা গ্যাস লাইন ছিদ্র হয়ে যায়। এর ফলে ওই ছিদ্র দিয়ে গ্যাস বের হতে থাকে। মঙ্গলবার দুপুরে ছিদ্র হওয়া অংশে আগুন লেগে যায়। পরে বিষয়টি জালালাবাদ গ্যাস ডিস্টিবিউশনকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুরো শহরের গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়।

বর্তমানে ত্রুটিপূর্ণ এলাকায় গ্যাস লাইন মেরামতের কাজ চলছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনন্দীপ কুমার সিংহ ও জালালাবাদ গ্যাস ডিস্টিবিউশনের উপ ব্যবস্থাপক মুরাদ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এদিকে, শহরের গ্যাস না থাকার কারণে চুলঅ জ্বালাতে পারছে শহরবাসী। এতে রান্না বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। তবে সন্ধার আগে বিষয়টি সমাধান হবে বলে জানিয়েছেন জালাবাদ গ্যাস ডিস্টিবিউশনের উপ ব্যস্থাপক মুরাদ হুসেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!