• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্যাস সিলিন্ডারে আগুন, ৪ শ্রমিক দগ্ধ


নারায়ণগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২০, ২০১৭, ০৪:৪৯ পিএম
গ্যাস সিলিন্ডারে আগুন, ৪ শ্রমিক দগ্ধ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার বন্দর উপজেলায় একটি ডকইয়ার্ডে গ্যাসের সিলিন্ডারের আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় খন্দকার ডকইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলো- বিল্লাল হোসেন (৪০), সোহরাওয়ার্দী (৩৫), কবির হোসেন (২৮) ও হাসেম মিয়াকে (৪০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

খন্দকার ডকইয়ার্ডের ম্যানেজার চন্দন বিশ্বাস জানান, দুইটি পৃথক সিলিন্ডার থেকে অক্সিজেন ও এলপি গ্যাস একটি নজেল (গ্যাস কাটার) হয়ে একত্রে বের হয়। কিন্তু শ্রমিকরা তড়িঘড়ি এলপি গ্যাসের সিলিন্ডার টাইট না দেয়ায় লিকেজ থেকে যায়। এ কারণে গ্যাস কাটারের মুখে আগুন দিলে তা বাইরে ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা দগ্ধ হয়।

ডকইয়ার্ডে ফেরি তৈরির কাজ চলছিল বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, গ্যাস সিলিন্ডারের নলেজের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়েছে। চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বড় ধরণের কেনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!