• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম বাড়ানো গণবিরোধী: বিএনপি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৯:৩৬ পিএম
গ্যাসের দাম বাড়ানো গণবিরোধী: বিএনপি

ঢাকা: ফের দুই দফায় গ্যাসের দাম গড়ে ২২.৭ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১ মার্চ ও ১ জুন থেকে এই সিদ্ধান্ত দুই দফায় কার্যকর করা হবে। আর গ্যাসের এ দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী বলে দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

এসময় দলটি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসারও দাবি জানিয়েছে।

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পরপরই সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করলেও বিএনপি এর বিরুদ্ধে কোনো কর্মসূচি দেয়নি।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, জনগণকে জিম্মি করে বেপরোয়া লুটপাটের জন্য গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনগণ এ সিদ্ধান্ত মানবে না।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!