• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বহাল


আদালত প্রতিবেদক জুন ৫, ২০১৭, ১২:২৮ পিএম
গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বহাল

ঢাকা: গৃহস্থালীসহ সকল আবাসিক সংযোগে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধি করে সরকারের সিদ্ধান্ত আপাতত সঠিক মর্মে রায় দিয়েছেন আপিল বিভাগ।

তবে এ ব্যাপারে হাইকোর্টের বিচারাধীন মামলাটি নিষ্পত্তি করে আদালত যে রায় ঘোষণা করবেন সেটিই হবে চুড়ান্ত রায়।

সোমবার (৫ জুন) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে গ্যাসের মুল্যবৃদ্ধি চ্যালেঞ্চ করে দায়ের করা মামলাটি নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!