• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রন্থমেলায় দর্শনার্থীদের ভিড়, পাঠক-ক্রেতা কম


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৮, ১২:৪৫ পিএম
গ্রন্থমেলায় দর্শনার্থীদের ভিড়, পাঠক-ক্রেতা কম

ঢাকা : অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে শনিবার (১০ ফেব্রুয়ারি) প্রচুর দর্শনার্থী এসেছিল। তবে প্রকৃত পাঠক-ক্রেতার পরিমাণ ছিল কম। যারা এসেছিল তাদের বেশিরভাগই খালি হাতে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে আবার খালি হাতেই মেলা প্রাঙ্গণ ত্যাগ করেছে।

গতকাল মেলায় আসা পাঠক-ক্রেতাদের বেশিরভাগই প্রয়াত নন্দিত লেখক হুমায়ুন আহমেদ, ড. মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, গুলতেকিন খান প্রমুখদের বই কিনেছেন। এদিন হুমায়ূন আহমেদের পুরনো বই ‘দেয়াল’, ‘জোছনা ও জননীর গল্প’, হিমু সমগ্র, মিসির আলী সমগ্র, জাফর ইকবালের নতুন বই ‘ত্রাতিনা’, ‘সাইক্লোন’, আনিসুল হকের ‘নন্দিনী, ‘মা’ ইত্যাদি বইগুলো বেশি বিক্রি হয়েছে।

গতকাল সন্ধ্যায় মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হয় ইডেন কলেজের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানজিলা ইসলামের সঙ্গে। এই তরুণী জানান, হুমায়ূন আহমেদের ‘তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে’ ও ‘আঙুল কাটা জগলু’ বই দুটি কিনেছেন। সামনের দিনগুলোয় হুমায়ূন আহমেদের অন্য বইগুলো কিনবেন বলেও জানান এই তরুণী।

মেলার অবকাঠামোগত পরিবেশ নিয়ে আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি বলেন, অপ্রয়োজনীয়ভাবে মেলার পরিসর বাড়ানো হয়েছে। যাদের স্টল দেওয়ার দরকার নেই তাদেরও দেওয়া হয়েছে। মৌসুমি প্রকাশকদের সংখ্যা দিন দিন বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরো বলেন, মেলায় স্টলগুলো বিচ্ছিন্নভাবে থাকায় পাঠকদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে। ওসমান গনি প্রশ্ন রেখে বলেন, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি বাংলা একাডেমিকে ১ কোটি টাকার উপরে দিয়েছে। সেই টাকা কোথায় গেল?

নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্যমতে, গতকাল দশম দিনে নতুন বই এসেছে ২২৫টি। এর মধ্যে সময় প্রকাশন এনেছে ফরিদ আহমেদের ‘হুমায়ূন আহমেদের উত্তরাধিকারী নির্ধারণ’, ঐতিহ্য এনেছে জাভেদ হোসেনের ‘মীর তকি মীর গজল থেকে’, জীবনানন্দ দাশের ‘কল্যাণী’, বাংলা একাডেমি এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘শওকত ওসমান জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ’, নবযুগ এনেছে নরেশ ভূইয়ার ‘দীপার সারাবেলা’, ফরিদুর রেজা সাগরের ‘সিঙ্গাপুরের ডালপুরী ও ছয় ফিলিপ’, ইমদাদুল হক মিলনের ‘একটি রহস্য উপন্যাস’।

আজকের অনুষ্ঠান : আজ একুশে গ্রন্থমেলার ১১ম দিনে বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে রুশ বিপ্লবের শতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন ডা. সারওয়ার আলী, সৈয়দ আজিজুল হক এবং ইমতিয়ার শামীম। সভাপতিত্ব করবেন অধ্যাপক পবিত্র সরকার। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!