• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রিন টির নামে দেশে ঢুকছে নতুন মাদক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০১৮, ১০:৩৯ এএম
গ্রিন টির নামে দেশে ঢুকছে নতুন মাদক

ঢাকা: গ্রিন টির নামে ‘খাত’ নামের নতুন মাদক ঢুকছে দেশে। বিশেষজ্ঞরা বলছেন, ভেষজ এই উদ্ভিদটি ইয়াবার মত ভয়ঙ্কর এক মাদক। আর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, যেকোন ধরনের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা।

গ্রিনটি বা সবুজ চায়ের মত দেখতে হলেও, এই শুকনা পাতার নাম ‌‘খাত’। যা ক্যাথিনন গ্রুপের উদ্ভিদ। নিউ সাইকোএকটিভ সাবস্টেন্স বা এনপিএস নামে পরিচিত বিশ্বব্যাপি। এই মাদক ইয়াবার মত স্টিমুলেন্ট ড্রাগ।

বিশ্লেষকরা বলছেন, পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে উৎপাদন হয় এই মাদক। সেখান থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়েছে এটি। এর ব্যবহারকারীরা চা এর মত, বা পাতা চিবিয়ে এই মাদক ব্যবহার করে থাকে। জাতিসংঘের মাদক এবং অপরাধ ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১১০টি দেশ এনপিএসকে মাদক হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে।

ওষুধ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই মাদক গ্রহণের ফলে মানসিক ও শারীরিক উভয়ই ক্ষতিগ্রস্থ হয়। যা মানুষকে দ্রুতই মৃত্যুর দিকে ঠেলে দেয়।

মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর বলছে, মাদক যে নামেই দেশের সীমায় আসুক তাকে আইনের আওতায় আনা হবে।

বিশ্লেষকরা বলছেন, দেশে যেকোন মাদক প্রবেশই বিপদজনক। ট্রানজিট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হলেও সতর্ক থাকার পরামর্শ তাদের।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!