• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রীন লাইন লঞ্চের ঢেউয়ে ট্রলার ডুবি, ১০ শ্রমিক জীবিত উদ্ধার


মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ আগস্ট ১৮, ২০১৮, ১২:৩৯ পিএম
গ্রীন লাইন লঞ্চের ঢেউয়ে ট্রলার ডুবি, ১০ শ্রমিক জীবিত উদ্ধার

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহি গ্রীন লাইন-২ লঞ্চের ঢেউয়ের কবলে একটি ইট বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় কোষ্ট গার্ডের সদস্যরা ১০ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

শনিবার (১৮ আগষ্ট) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী গ্রীন লাইন-২ লঞ্চের প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে জাজিরা থেকে ভাটেরচরগামী ইট বোঝাই ট্রলারটি ডুবে যায়।

গজারিয়া কোষ্ট গার্ডের পেটি অফিসার ও স্টেশন কমান্ডার ইব্রাহীম খলিল জানান, সকাল পৌণে ১০টার দিকে যাত্রীবাহি গ্রীন লাইন লঞ্চের ঢেউয়ের কবলে পড়ে ১০ হাজার ইট বোঝাই ট্রলারটি ডুবে যায়। কোষ্টগার্ড সদস্যরা এসময় স্পীডবোটের মাধ্যমে ১০ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। তবে এই ঘটনায় কোন নিখোঁজ নেই।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!