• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গড় আয়ু বেড়েছে দুই মাস


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০১৬, ০৩:৪০ পিএম
গড় আয়ু বেড়েছে দুই মাস

এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেড়েছে। ২০১৪ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। এক বছর পর অর্থাৎ ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ৭০ বছর ৯ মাস।

বুধবার (২২ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে পুরুষদের তুলনায় মেয়েদের গড় আয়ু বেশি। ২০১৫ সালে পুরুষদের গড় আয়ু ছিল ৬৯ বছর ৪ মাস। পক্ষান্তরে একই সময়ে মহিলাদের গড় আয়ু ছিল ৭২ বছর।

এক বছর আগে অর্থাৎ ২০১৪ সালে পুরুষ ও মহিলাদের গড় আয়ু ছিল যথাক্রমে ৬৯ বছর ১ মাস ও ৭১ বছর ৬ মাস।

অর্থাৎ এক বছরে পুরুষদের গড় আয়ু বেড়েছে ৩ মাস এবং মহিলাদের ৪ মাস।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে এই পরিসংখ্যান প্রকাশ করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!