• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘরমুখো মানুষের নিরাপত্তা দিয়েই মারা গেলেন


নারায়ণগঞ্জ প্রতিনিধি জুন ২২, ২০১৭, ০৭:৩২ পিএম
ঘরমুখো মানুষের নিরাপত্তা দিয়েই মারা গেলেন

নারায়ণগঞ্জ: ঈদে নির্বিঘ্নে ঘরমুখো মানুষেরা যেন যাত্রা করতে পারে সেজন্য রুপগঞ্জ থানার এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম লেগুনায় মহাসড়কে টহল ডিউটি করছিল।

তাদের গাড়িটি বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান ও লেগুনার চালক নিহত হয়।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন রুপগঞ্জ থানার এসআই সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বিন ইসলাম। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নিহত মনিরুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছার মান্নান আকন্দের ছেলে। নিহত আরেকজন লেগুনাচালক জাহাঙ্গীর হোসেন (৩৭) কিশোরগঞ্জের সিরাজ মিয়ার ছেলে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!