• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘরে নববধূ, না ফেরার দেশে ক্যাপ্টেন তানভীর


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০১৭, ০৫:৫৮ পিএম
ঘরে নববধূ, না ফেরার দেশে ক্যাপ্টেন তানভীর

ঢাকা: মাত্র নয় মাস আগে বিয়ে করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর  ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত। হাতের মেহেদী রঙ উঠতে না উঠতেই নববধূকে রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ফেসবুকে প্রতিটি ছবিতে হাতে হাত রেখে হাস্যোজ্জ্বল স্বামী-স্ত্রী।

পটুয়াখালী জেলার বাউফলের ছেলে ও বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কার্যক্রম চালানোর সময় ফের পাহাড় ধসে প্রায় ৩০ ফুট নিচে পড়ে প্রাণ হারান তিনিও।

পটুয়াখালী জেলার বাউফলের ছেলে তানভীর ২০০৯ সালে যোগদান করেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। ৬৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে কমিশন লাভ করেন তিনি। পরে ক্যাপ্টেন পদমর্যাদায় পদোন্নতি পান। বিয়ে করেন ২০১৬ সালের ২ সেপ্টেম্বর।

এদিকে, নিহতের ওই পরিবারের স্বজনদের চলছে এখন শোকের মাতম। ক্যাপ্টেন তানভিরের এক ভাই এক বোন।

আইইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত দুই সেনা কর্মকর্তার মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। এ ছাড়া অন্য দু’জনের মরদেহ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!