• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ৮৫ রানের লজ্জা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৬, ১১:২০ এএম
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ৮৫ রানের লজ্জা

ঢাকা: অস্ট্রেলিয়ার দুর্দশা যেন কাটছে না। পার্থ টেস্টে হারের পর হোবার্টে লজ্জাই পেলো স্বাগতিকরা। ভারনন ফিল্যান্ডার-কাইল অ্যাবোটদের বোলিং তোপে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র ৮৫ রানে। এটি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। নিঃসঙ্গ শেরপার মতো এক প্রান্তে পড়েছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ (৪৮*)। বাকিদের কেউ যোগ্য সমর্থন দিতে না পারায় প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া খেলতে পেরেছে ৩২.৫ ওভার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১৬ ওভারে বিনা উইকেটে ৩৯ রান তুলেছে।

২০১১ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল ৪৭ রানে। গত বছর ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের সঙ্গে ৬০ রানেই শেষ হয়েছিল অসিদের ইনিংস। হোবার্টেও সেই রকম বিপর্যয়ই পড়েছিল স্টিভেন স্মিথের দল। এখান থেকে টেনেটুনে স্মিথই অস্ট্রেলিয়াকে ৮৫ পর্যন্ত নিয়ে গেছেন।

এদিন মেঘলা আকাশ দেখে টস জিতে বোলিং বেছে নেতে ভুল করেননি প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। শুরুতেই ফিল্যান্ডার-অ্যাবোটের তোপের মুখে পড়েন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জো বার্নস। ইনিংসের প্রথম ওভারে স্কোরবোর্ডে ২ রান উঠতে না উঠতেই ডেভিড ওয়ার্নারকে (১) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করান ফিল্যান্ডার। পরের ওভারেই বার্নসকে (১) এলবিডব্লিউ করে বিদায় করেন অ্যাবোট।

উইকেটে সেট হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন উসমান খাজা। নবম ওভারে দলীয় ৮ রানে খাজাকে (৪) ফেরান ফিল্যান্ডার। ওই ওভারেই অভিজ্ঞ অ্যাডাম ভোজেসও তার শিকার হন রানের খাতা খোলার আগেই।

খানিকবাদে বদলি ফিল্ডার ডেন ভিলাসের থ্রোতে রান আউটে কাটা পড়েন কালাম ফার্গুসন। ১৭ রানে ৫  উইকেট হারিয়ে তখন কাঁপছিল অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম ইনিংসে এত বাজেভাবে অসিরা কখনো শুরু করেনি। এরআগে অস্ট্রেলিয়া ২০১৫ সালে টেন্টব্রিজে ২১ রানে ৫ উইকেট হারিয়েছিল।

এক প্রান্তে দাঁড়িয়ে সতির্থদের যাওয়া আসা দেখছিলেন স্মিথ। তাকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন পিটার নেভিল। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ২৫ বল খেললেও ইনিংসটাকে টানতে পারেননি। ৩১ রানে নেভিলকে এলবিডব্লিউ করে তাকে ড্রেসিংরুমের পথ দেখান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাস বলছে, এত কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা তাদের দ্বিতীয়। এরআগে ১৯৭৮ সালে গ্যাবায় ইংল্যন্ডের বিপক্ষে ২১ রানে অস্ট্রেলিয়াকে ৬ উইকেট হারাতে হয়েছিল।

স্মিথকে হতভম্ব বানিয়ে লোয়ার অর্ডারে এক জো মেনি (১০) ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বেচার স্মিথ যা করার তার সবই করেছেন। শেষ পর্যন্ত ৮০ বলে পাঁচ চারের সাহায্যে অপরাজিত ছিলেন ৪৮ রানে। অস্ট্রেলিয়া অলআউট মাত্র ৮৫ রানে। ১০.১  ওভার বল করে মাত্র ২১ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন ফিল্যান্ডার। ৪১ রানে ৩ উইকেট পেয়েছেন অ্যাবোট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৮৫/১০ (৩২.৫ ওভার) (স্মিথ ৪৮*, মেনি ১০, হ্যাজেলউড ৮, স্টার্ক ৪, খাজা ৪। ফিল্যান্ডার ৫/২১, অ্যাবোট ৩/৪১, রাবাদা ১/২০।) 

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!