• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য কী, বুঝেছেন রাব্বি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৩, ২০১৮, ০৫:৩৯ পিএম
ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য কী, বুঝেছেন রাব্বি

ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরোয়া ক্রিকেটে ১৪ বছর খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেই ফিরলেন শূন্য রানে। দলে ঢোকার পর থেকেই ফজলে রাব্বিকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু নিমিষেই তাতে তিনি জল ঢেলে দিলেন শূন্য রানে আউট হয়ে।

আন্তর্জাতিক সার্কিটে পা দিয়ে কি ঘাবড়ে গিয়েছিলেন রাব্বি? তাঁর দাবি অবশ্য অন্য, ‘ম্যাচে সবচেয়ে সেরা বলটাই হতে হলো আমার বিপক্ষে!'  বোলাররা অনেক বল পান নিজেকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু ব্যাটসম্যানের জন্য একটি ভালো বলই যথেষ্ট। রাব্বির ক্ষেত্র্রেও যেটা হয়েছে। তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার চাপে ভুগেছেন সেটি অস্বীকারও করেননি, ‘ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের একটা পার্থক্য তো আছেই। অনেক দর্শকের সামনে বিপিএলেও খেলেছি। তবুও একটা পার্থক্য আছে। পরে উপলব্ধি হয়েছে, এটা যে আন্তর্জাতিক ম্যাচ, সেটি ভেবে চাপ নেওয়াই যাবে না। বিষয়টা নিয়ে চিন্তা করাই বাদ দিয়েছি। শূন্য রানে আউট হয়েছি, তাতে আমার যতটা দুঃখ, সেটির চেয়ে দুঃখ মানুষের। গত কদিনে মোবাইল, ফেসবুক, সামাজিক যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে রেখেছি।’

৩০ বছর বয়সে সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার। প্রথম ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। তারপরও রাব্বিকে নিয়ে হতাশ নন অধিনায়ক মাশরাফি মুর্তজা। তিনি বরং তাঁর পাশেই আছেন, ‘একটা খেলোয়াড় যখন জানে যে টিভিতে খেলাটা দেখা হচ্ছে তখন এমনি চাপ চলে আসে। দেশের মাঠে খেলা হলে দর্শকের একটা চাপ তো থাকেই। আর সামাজিক যোগাযোগমাধ্যমের একটা ব্যাপার তো আছে। সংবাদমাধ্যম আছে, সতীর্থরা আছে, পরিবার আছে। এসব তো ঘরোয়া ক্রিকেটে থাকে না। কেউ হয়তো ঠিকঠাক খোঁজও রাখে না। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যবধান অনেক। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গেও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যবধান অনেক বড়।’

আর সে কারণেই এক ম্যাচ দেখে রাব্বিকে ছুরে ফেলার পক্ষে নন মাশরাফি। তিনি তাঁকে আরও সুযোগ দেওয়ার পক্ষে, ‘ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি ওর আরেকটি সুযোগ পাওয়া উচিত। একটা ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। যদি প্রশ্ন করারই প্রয়োজন হতো, তাহলে শুরুতেই প্রশ্ন করতে পারতেন, তাকে দলে নেওয়া হলো কেন? তখন বলতে পারতেন এটা একটা ভুল। কিন্তু দলে নেওয়ার পর অবশ্যই মনে করি তাকে সুযোগ দেওয়া উচিত। আবার সবার চিন্তা ভাবনাও গুরুত্বপূর্ণ। একা দায়িত্ব নিয়ে খেলানোর সিদ্ধান্ত নেওয়া যায় না। যে বলে সে আউট হয়েছে সেটাতে দোষ দেওয়ার কিছু নেই। আমরা নিকট অতীতে সব খেলোয়াড়কে এভাবে সমর্থন করেছি। আবার আমাদের বিলাসিতা করার সুযোগও নেই। তাকে পূর্ণ সমর্থন দিতেই হবে। যত দূর সম্ভব তাকে সহযোগিতা করতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!