• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘাসের কোর্টে ফেদেরারের ইতিহাস


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৭, ০৯:১৯ পিএম
ঘাসের কোর্টে ফেদেরারের ইতিহাস

ঢাকা: অল ইংল্যান্ড ক্লাবে ইতিহাস গড়লেন রজার ফেদেরার। মারিন চিলিচকে স্ট্রেট সেটে (৬-৩,৬-১,৬-৪) হারিয়ে ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে অষ্টমবার উইম্বলডন জিতলেন ফেড এক্সপ্রেস। টপকে গেলেন পিট সাম্প্রাসের সাতটির রেকর্ড৷সেই সঙ্গে এদিন ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য নজির গড়লেন সর্বকালের সেরা টেনিস তারকা। একই সঙ্গে ৪১ বছর আগে বিয়ন বর্গের রেকর্ড ছুঁলেন ‘সুইস মায়েস্ত্রো’।

পাঁচ বছর পর আবার ঘাসের কোর্টে রাজা ফেদেরার। ২০১২ সালে শেষবার অল ইংল্যান্ড ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তারপর দু’বার ফাইনালে উঠলেও ট্রফি হাতে ওঠেনি। গত বছর চোটের জন্য অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নামেননি ফেদেরার। কিন্তু এবার মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেন জিতে প্রিয় ঘাসের কোর্টে সাম্প্রাসকে টপকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সুইস কিংবদন্তি।

রোববার ফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী চিলিচকে উড়িয়ে দিয়ে অষ্টমবার অল ইংল্যান্ড ক্লাবে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টে কোনও সেট না-হেরে ৪১ বছর আগে বিয়ন বর্গের রেকর্ড ছুঁয়েছেন ফেদেরার।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!