• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়ানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৪:৫০ পিএম
ঘুরে দাঁড়ানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেকের দিনে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বিকেল ৫টায় মাঠে নামছে দুই দল। চোট কাটিয়ে স্বাগতিক একাদশে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। 

প্রায় চার বছর আগে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু লাল-সবুজের জার্সি পড়ে মাঠে নামা হয়নি বাংলাদেশ জাতীয় দলের। রোববার (১৮ ফেব্রুয়ারি) সেই আক্ষেপ ঘুচিয়ে বিশেষায়িত কয়েন দিয়ে টস করতে নামেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চন্দিমাল। স্মরণীয় এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

আঙ্গুলের চোটের কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মিস করলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিমকে জায়গা করে দিতে বাদ পড়েছেন জাকির হাসান। আন্তর্জাতিক অভিষেক হচ্ছে মেহেদী হাসান ও আবু জায়েদের। আফিফ হোসেনের জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন। ফর্মহীনতার জন্য বাদ পড়েছেন সাব্বির রহমান। একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলার জায়গায় অভিষেক ঘটছে স্পিনার আমিলা আ​পনসোর।

সিলেটের এই ভেন্যুতে প্রথমবারের মত খেলতে নামছে বাংলাদেশ। এই ভেন্যুতে আগে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলেনি টাইগাররা। তারপরও সাহস যোগানোর রসদ রয়েছে বাংলাদেশের। কারন গত নভেম্বরে এই্ ভেন্যুতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বেশক’টি ম্যাচ খেলে গেছে বাংলাদেশের খেলোয়াড়রা। সেই অভিজ্ঞতা শ্রীলঙ্কার বিপক্ষে কতটা কাজে লাগাতে পারে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হক, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশঙ্কা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!