• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ঘুষ নিয়ে চাকরি দেন মন্ত্রী, সে পথ বন্ধ করেছি’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০১৬, ১০:৪৪ পিএম
‘ঘুষ নিয়ে চাকরি দেন মন্ত্রী, সে পথ বন্ধ করেছি’

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘১০ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দেন মন্ত্রী, সে পথ বন্ধ করেছি। পিএসসির (সরকারি কর্ম কমিশন) মতো পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিয়েছি। এত দিন মন্ত্রীরা যা করেছে, আর করবে না।’

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ধানমণ্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ছয়টি ভেন্যুতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। মন্ত্রীদের দুর্নীতি নিয়ে একাধিক মন্তব্য করলেও শিক্ষামন্ত্রী কোনো মন্ত্রীর নাম বা সুনির্দিষ্ট দুর্নীতির ঘটনার কথা উল্লেখ করেননি।

জাতি গঠনে শিক্ষকদের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু শিক্ষক আছেন যারা টাকা নিয়ে ক্লাসরুমে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দেন। যে শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়া হচ্ছে, তার কী ধারণা হবে শিক্ষকদের সম্পর্কে? আবার ওই শিক্ষার্থীর বাবাকেও ঘুষ খেয়ে বাড়তি টাকা উপার্জন করে ছেলেমেয়েদের পড়াতে হয়। তাহলে ওই সন্তানরা তাদের বাবাকেও ঘৃণা করবে। শিক্ষককে তো সম্মান করবেই না, আর মন্ত্রী তো করে চুরি। তাহলে হতাশায় পড়বে ওই শিক্ষার্থী।’

শিক্ষকদের সম্মানের বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে। আমরা এখন পিএসসির মতো পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছি। এতে মেধাবী শিক্ষকদের বাছাই করার সুযোগ আছে। কিছু লোকের অসুবিধা হতে পারে। তবে শিক্ষকরা বিড়ম্বনা থেকে বাঁচবেন।

জাতি গঠনে শিক্ষকদের অবদান রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘হয়তো অনেকেই বলবেন, ‘তুমি মন্ত্রী, বসে বসে বড় বড় কথা বলো, নীতি-নৈতিকতার কথা বলছ, আর তোমাকে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছি। যা করেছি, আর করব না। মাফ করে দাও। আমরা এখন সেই পথ বন্ধ করেছি।’

শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। ইউনিভার্সিটি অব ইউকে’র মালয়েশিয়া ক্যাম্পাসে আট হাজার ৫৭৫ জন শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৭০০ কলেজের সাত হাজার শিক্ষক, মাস্টার ট্রেইনার ৩০০, অধ্যক্ষ ৭০০, একাডেমিক স্টাফ ৫০০ জন ও ৭৫ জন নীতিনির্ধারক এতে অংশ নেবেন’।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে জাতি গঠনে শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন করা হবে। ছেলেমেয়েদের শিক্ষিত করতে না পারলে, ভালো মানুষ তৈরি করতে না পারলে দেশের উন্নয়ন হবে না। সেদিকে বিবেচনা করবেন। আপনারাই পারেন দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, পাবনা, ফেনী ও বরিশালের ছয়টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্স উদ্বোধন করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!