• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘুষের টাকাসহ প্রেপ্তার সেই প্রকৌশলী বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০১৮, ০৭:৪৬ পিএম
ঘুষের টাকাসহ প্রেপ্তার সেই প্রকৌশলী বরখাস্ত

ঢাকা: পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতে-নাতে গ্রেপ্তার নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (১৫ এপ্রিল) ওই কর্মকর্তাকে বরখাস্ত করে নৌ মন্ত্রণালয় অফিস আদেশ জারি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১২ এপ্রিল) ঘুষ নেয়ার সময় দুর্নীতি দমন কমিশন কর্তৃক নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারের তারিখ হতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন হোটেল থেকে দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঘুষের পাঁচ লাখ টাকাসহ প্রকৌশলী এস এম নাজমুল হককে আটক করে।

এর আগে গত বছরের ১৮ জুলাই নিজের কার্যালয়ে বসে ‘ঘুষ নেয়ার সময়’ নৌ পরিবহন অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল দুদক। তিনি এখন জামিনে রয়েছেন।

ফখরুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর গত বছরের ২০ অগাস্ট এই পদে চলতি দায়িত্বে আসেন নাজমুল হক।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!