• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৬


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০১৮, ০১:৫২ পিএম
চকরিয়ায় বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৬

কক্সবাবাজার: জেলার চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বরইতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

জানা গেছে, ঢাকাগামী স্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ওই লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ম্যাজিক গাড়ির চালক চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকার খায়ের আহমদ (৪০), চকরিয়ার হারবাং পাহাড়তলীর সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭) ও হারবাং দক্ষিণ পাড়ার মনছুর আলমের ছেলে জহির আহমদ (৩১)। বাকিদের নাম-পরিচয় তৎক্ষণিকভাবে জানা যায়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!