• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনীর সাথে টিটুর চুক্তি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৭, ০৬:৩৩ পিএম
চট্টগ্রাম আবাহনীর সাথে টিটুর চুক্তি

ঢাকা: প্রথম শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আয়োজক চট্টগ্রাম আবাহনীকে শিরোপা উপহার দিয়েছিলেন শফিকুল ইসলাম মানিক। ওই টুর্নামেন্টের পর শেখ জামালে চলে যান এই কোচ। মাঝখানে চট্টগ্রাম আবাহনী বিদেশি কোচ এনেছে। তবে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু দ্বিতীয় শেখ কামাল টুর্নামেন্টে চট্টগ্রাম আবাহনী বেছে নিয়েছে স্থানীয় কোচ সাইফুল বারী টিটুকে। বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় দলের সাবেক এই কোচের সাথে এক মৌসুমের জন্য চুক্তি করে ক্লাবটি।

এছাড়া সহকারী কোচ হিসেবে জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গে আর গোলরক্ষক কোচ হিসেবে পনিরুজ্জামান পনিরের সাথেও এক মৌসুমের জন্য চুক্তি করে চট্টগ্রাম আবাহনী।

চুক্তি স্বাক্ষরের পর টিটু বলেন, ‘গতবারের চ্যাম্পিয়ন দল চট্টগ্রাম আবাহনী। তবে এবার কি হবে তা নির্ভর করছে প্রতিপক্ষ দলগুলো কোন্ মানের তার ওপর। যতো বেশি কাজ করতে পারবো দলটা তত গুছিয়ে নিতে পারবো। কোচিংয়ে প্রতিদিনই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি কিভাবে সবকিছু সামলাবেন। আমি আশাবাদী ভালভাবে সবকিছু করতে পারব। ইতিবাচক দিক হচ্ছে জুলফিকার মাহমুদ এ দলটার সঙ্গে অনেকদিন ধরে আছে।’

এর আগে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন বলছিলেন, ‌‘আগামী মৌসুমের জন্য আমরা সাইফুল বারী টিটুকে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব দিচ্ছি। শেখ কামাল টুর্নামেন্ট দিয়েই তিনি শুরু করবেন।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!