• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-টাঙ্গাইল ও বিকেএসপি’র শুভ সূচনা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৭, ০৬:৩০ পিএম
চট্টগ্রাম-টাঙ্গাইল ও বিকেএসপি’র শুভ সূচনা

ঢাকা: বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনায় রোববার (১৫ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা। মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে  চট্টগ্রাম বিভাগ, টাঙ্গাইল জেলা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

উদ্বোধনী দিনে মোট তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় ঠাকুরগাও জেলাকে ৫-১ গোলে পরাজিত করে চট্টগ্রাম বিভাগ। দিনের দ্বিতীয় খেলায় টাঙ্গাইল জেলা ৪-০ গোলে হারায় মেহেরপুর জেলাকে। তৃতীয় ও শেষ খেলায় বরিশাল জেলাকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রনী ব্যাংক লিমিটেডের মহা ব্যবস্থাপক পঙ্কজ রায় চৌধুরী। ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক মির্জা মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান, ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. মাহাবুবুল এহছান রানা এ সময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!