• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে আদালত ভাঙচুরকারী আইনজীবীদের শোকজ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০১৭, ১২:৪৬ পিএম
চট্টগ্রামে আদালত ভাঙচুরকারী আইনজীবীদের শোকজ

ঢাকা: চট্টগ্রাম আদালতের এজলাসে ভাঙচুরের ঘটনায় নয় আইনজীবীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। ওই নয় আইনজীবী হলেন-অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস মুক্তা, চন্দন বিশ্বাস, শাকিল আহমেদ, আবদুল আওয়াল, এআই খান, প্রদীপ দাস, শিবলী, মাসুদ পারভেজ ও মুক্তাদির হোসেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বার কাউন্সিলের কর্মকর্তা আফজালুর রহমান খান স্বাক্ষরিত নোটিশে নয় আইনজীবীকে আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মানব পাচার আইনের মামলার আসামি আইনজীবী অ্যাডভোকেট জামাল হোসেন (৪০) ও তার স্ত্রী ইয়াছমিন আক্তার (৩২)-কে জামিন না দেওয়ায় বিকাল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া আসামিদ্বয়ের জামিন নামঞ্জুর করলে নজিরবিহীন ভাঙচুর চালান আইনজীবীরা। লাঞ্ছিত করেন কয়েকজন সাংবাদিককেও। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শুনানি করে মহানগর হাকিম মাসুদ পারভেজ আসামিদ্বয়ের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় প্রধান বিচারপতি দুঃখ প্রকাশ করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!