• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চলছে


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম মার্চ ২০, ২০১৭, ০৫:০১ পিএম
চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চলছে

চট্টগ্রাম: জেলার আকবর শাহ ও কাট্টলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে তল্লাশি শুরু করছে পুলিশ। সোমবার (২০ মার্চ) বিকেলে ৪টার দিকে এ অভিযান শুরু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জনান, বাড়ি দুটির ভেতরে কোনো জঙ্গি আছে কিনা তা এখনও জানা যায়নি। তবে অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) জেলার সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়ায় জঙ্গি বিরোধী অভিযান অপরেশন ‘অ্যাসল্ট-১৬’ চলাকালে আটকাপড়া ২০জনকে নিরাপদেই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ৪ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

অভিযান শুরুর প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল পৌনে ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে ‘ছায়ানীড়’ নামক ওই বাড়িতে আটকাপড়া অপর ২০ বাসিন্দাকে উদ্ধার করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩টায় পৌর এলাকার প্রেমতলার 'ছায়ানীড়' নামক ওই বাড়িতে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় পুলিশ। পরে রাতে ঢাকা থেকে পুলিশের সোয়াত টিমের সদস্যরা যোগ দেয়। 

রাতভর ঘিরে রাখার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দোতলা ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!