• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এপ্রিল ২১, ২০১৭, ০৩:১৫ পিএম
চট্টগ্রামে জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী

ফাইল ছবি

ঢাকা: প্রবল বর্ষণে প্রায় অচল চট্টগ্রামের জনজীবন। জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ১৪৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

প্রবল বৃষ্টিতে থইথই করছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর ও চকবাজারসহ বেশ কয়েকটি এলাকার সড়ক ডুবে গেছে পানিতে। সকাল থেকে বৃষ্টি হওয়ায় হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে কোনো কোনো সড়ক।

এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। অল্প কিছু যানবাহন চলাচল করছে। ফলে বিপাকে পড়েছেন নগরবাসী। নির্দিষ্ট গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে তাদের। আর ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

নগরবাসীর অভিযোগ, বর্ষার আগে সিটি করপোরেশন খালগুলো খনন না করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ জানান, কালবৈশাখির ঝড়ের জন্য বৃষ্টিপাত হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!