• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, নিহত ১


চট্টগ্রাম ব্যুরো সেপ্টেম্বর ৬, ২০১৮, ১০:১৬ পিএম
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, নিহত ১

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানাধীন আসকার দীঘির পশ্চিম পাড়ের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অরুণ চক্রবর্তী নামে একব্যক্তি নিহত  হয়েছেন। এতে পুড়ে গেছে ৩০টি বসতঘর। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের  চারটি ইউনিটের ১০টি গাড়ি স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অরুণ চক্রবর্তী নামের একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আগুনে ৩০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে এবং আগুনে লোকনাথ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির অরুণ চক্রবর্তী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূইয়া জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ বের করা হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!