• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিএনপির দুই নেতাকে অব্যাহতি


চট্টগ্রাম প্রতিনিধি মে ১৭, ২০১৭, ১০:৪৬ পিএম
চট্টগ্রামে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম: দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসানকে দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১৭ মে) বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির সকল পর্যায়ের পদ থেকে এ দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। আব্যাহতি পাওয়া দুই নেতা এখন থেকে দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না।

এতে আরও লেখা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীমকে তার দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সঙ্গে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে কোন্দলের জেরে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভায় দুই পক্ষে সংঘাতের ঘটনা ঘটে। এতে পণ্ড হয়ে যায় প্রতিনিধি সভা। এরই পরিপ্রেক্ষিতে দুই নেতাকে অব্যাহতি দিল বিএনপি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!