• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের আদনান খুনে ৫ ছাত্র আটক


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানুয়ারি ১৮, ২০১৮, ১১:৫৪ এএম
চট্টগ্রামের আদনান খুনে ৫ ছাত্র আটক

চট্টগ্রাম: নগরীর কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোররাতে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও পুলিশ উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া পাঁচ যুবকের মধ্যে চারজন হলেন মো. মঈন, মো. সাব্বির, মো. সাঈদ ও মো. আরমান। আরেকজনের নাম এখনো জানা যায়নি।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মুস্তাহিদ হোসেন বলেন, ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বেলা ১টায় নগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে (১৫) গত মঙ্গলবার দুপুরে নগরের জামালখান মোড়ে প্রকাশ্যে ধাওয়া করে ছুরিকাঘাতে খুন করে একদল যুবক। ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে কিশোর আদনানের বাসা। পুলিশ বলছে, ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই খুন হয়েছে। পাঁচ যুবকের মধ্যে দুজন উত্ত্যক্ত, মারধর ও ছুরিকাঘাতের দুই মামলার আসামি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!