• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের চাই ৩৭৩ রান, ঢাকা মেট্রোর ১০ উইকেট


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০১৭, ০৭:৫১ পিএম
চট্টগ্রামের চাই ৩৭৩ রান, ঢাকা মেট্রোর ১০ উইকেট

ঢাকা: ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ জিততে চট্টগ্রাম বিভাগের প্রয়োজন ৩৭৩ রান। আর ঢাকা মেট্রোর দরকার ১০ উইকেট। দ্বিতীয় পর্বের ম্যাচে চট্টগ্রামকে ৩৮৪ রানের টার্গেট দেয় ঢাকা। জবাবে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১১ রান তুলেছে চট্টগ্রাম।

প্রথম ইনিংসে ৩৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। ফলে ম্যাচ জয়ের জন্য ৩৮৪ রানের টার্গেট পায় চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১৩০ রানে গুটিয়ে গিয়েছিলো চট্টগ্রাম।

দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মার্শাল আইয়ুব। এছাড়া আসিফ আহমেদ করেন ৫৭ রান। এই ইনিংসে চট্টগ্রামের মেহেদি হাসান রানা ৩টি ও বেলাল হোসেন ২টি উইকেট নেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!