• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চরম আর্থিক সংকটে পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০১৮, ১১:৫৯ এএম
চরম আর্থিক সংকটে পাকিস্তান

ঢাকা: প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে ইমরান খান পাকিস্তানের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন প্রায়ই। দেশটি ঋণের দায়ে জর্জরিত। ফলে দেশ চালানোর মতো পর্যাপ্ত টাকা তার কাছে নেই বলে জানিয়েছেন তিনি।

আর্থিক দুরবস্থায় এমনকি বিলাসদ্রব্য আমদানি নিষিদ্ধ করার আলোচনাও করছেন ইমরান। এদিকে জনগণকেও তার সরকারের পদক্ষেপগুলোতে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের আমলাদের প্রতি তিনি অনুরূপ আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, সরকার যেমন জনগণের পাশে আছে তেমনি জনগণকেও সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি আমলাদের এক অনুষ্ঠানে ইমরান খান বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের কাছে দেশ চালানোর মতো টাকাই নেই।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!