• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে ক্যামেরার পেছনে যা হয় সেটাই দেখাব: পায়েল


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০১৭, ০৩:৫৩ পিএম
চলচ্চিত্রে ক্যামেরার পেছনে যা হয় সেটাই দেখাব: পায়েল

ঢাকা: শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘চলচ্চিত্র সার্কাস’। আর শুটিং করতে গিয়ে ক্যামেরার পেছনে কী হয় সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে মৈনাক ভৌমিকের এ সিনেমায়।

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার ভারতের এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘শুটিং করতে গিয়ে ক্যামেরার পেছনে যা যা হয় সেটাও খুব এন্টারটেনিং। চলচ্চিত্র সার্কাসে ঠিক সেটাই দেখাব আমরা। এই যে এত গসিপ করি, তার কতটা সত্যি, কতটা নয় সেটাও বোঝা যাবে এই ছবিতে।’

সার্কাস মানে পায়েলের কাছে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ, একটা ইমোশনাল রোলার কোস্টার।

এক ঝাঁক তারকা নিয়ে দুর্গা পুজোর বক্স অফিসে আসছে মৈনাকের ‘চলচ্চিত্র সার্কাস’। অভিনেতা, পরিচালক, অভিনেত্রী, সুরকার, ক্যামেরা পার্সন, স্পটবয় থেকে শুরু করে একটা ছবি তৈরি করার সব কারিগরকেই অনস্ক্রিন দেখবেন দর্শক। পুরোটাই যেন একটা সার্কাস।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির গান। আপাতত পুরো সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!