• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতে চলতে মাহমুদউল্লাহ’র ১০ বছর


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৫, ২০১৭, ০৮:২৯ পিএম
চলতে চলতে মাহমুদউল্লাহ’র ১০ বছর

ঢাকা: খেলোয়াড় হিসেবে আগেই এক দশক পূর্ণ করেছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। সেই পথে পা রেখেছেন মাহমুদউল্লাহও। তিনিও ক্যারিয়ারে এক দশক পূর্ণ করেছেন। বলা চলে বাংলাদেশের এই দলটি বিশ্বের অন্যতম সেরা অভিজ্ঞতাসম্পন্ন এক দল। আন্তর্জাতিক ক্রিকেটে এরইমধ্যে এই পাঁচ ক্রিকেটার নিজেদের ‘ম্যাচ উইনার’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এই ক্রিকেটাররাই এখন বাংলাদেশের বড় শক্তি। সেটা মানছেন মাহমুদউল্লাহও।

মঙ্গলবার মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূর্ণ করলেন। নিঃসন্দেহে ক্যারিয়ারে এটি তার অনেক বড় অর্জন। মাহমুদউল্লাহ বলছেন, ‘মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকও ১০ বছর পূর্ণ করেছে। আশা করছি, তারা আরও অনেক দিন খেলবে। এই ক্রিকেটারদের অভিজ্ঞতার কারণে আমাদের দলটা খুব ভালো। ভালো লাগছে বাংলাদেশের জার্সি গায়ে ১০ বছর পূর্ণ করলাম। চেষ্টা করব আরও বেশ কয়েক বছর পারফর্ম করে যেতে। এটি আমার ব্যক্তিগত ক্যারিয়ারের একটা ইতিবাচক দিক। আমি মনে করি, এতে আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে।’

মাহমুদউল্লাহর কাছে দলের অনেক চাওয়া। তিনি সেই প্রত্যাশা মেটাতে চান, ‘আসলে ১০ বছরে যে অভিজ্ঞতা, সেটা কাজে লাগানোই আসল। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং, থিতু হওয়া যায় না। যত দিন যাবে, আপনাকে নিয়ে প্রতিপক্ষ দলগুলো তত বেশি গবেষণা করে ফেলবে। তবে আমি মানসিকভাবে আগের চেয়ে অনেক বেশি গোছালো। এটা বুঝতে পারি আমার শক্তি আছে। এগুলো নিয়ে আমি সব সময় কাজ করি। আমি জানি, কষ্টের কোনো বিকল্প নেই। এটা ধরে রাখাই জরুরি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!