• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলে গেলেন কিংবদন্তী ক্রিকেটার হানিফ মোহাম্মদ


ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০১৬, ০৪:৪০ এএম
চলে গেলেন কিংবদন্তী ক্রিকেটার হানিফ মোহাম্মদ

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ আর নেই। হাসপাতালের একজন মূখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) ‘লিটল মাস্টার’ খ্যাত এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানি অনলাইন পত্রিকা ডন।

৩ বছর ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন ৮১ বছর বয়সি হানিফ। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে করাচির আগা খান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে রাখা হয়েছিল কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে। কিন্তু এদিন বিকেলে কিছুক্ষণের জন্য হৃৎস্পন্দনও ছিল না তার। কিন্তু সে সময় ওই অবস্থা থেকে অলৌকিকভাবেই বেঁচে ফেরেন তিনি।

প্রসঙ্গত, হানিফ পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি করেছেন। তার ব্যাটিং গড় ৪৩.৯৮। তিনি ১৯৫৭ -৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রানের অসাধারণ ইনিংস দিয়ে ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!