• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলে গেলেন শহীদ কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০১৭, ০১:১৯ পিএম
চলে গেলেন শহীদ কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান

রাজশাহী : জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান আর নেই। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির... রাজিউন)। রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ লিমন এ তথ্য জানিয়েছেন।

লেমন জানান, বাধ্যক্ষজনিত কারণে জাহানারা জামান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার ২ ছেলে ও ৪ মেয়ে।

জাহানারা জামান রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের মা।

লিমন বলেন, জাহানারা জামানের মৃতদেহ রাজশাহীতে নেয়া হবে। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় পরিবারের গোরস্থানে শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে। তবে মৃতদেহ কখন রাজশাহীতে নেয়া হবে বা জানাযা ও দাফন সম্পন্ন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তার পরিবারের সদস্যরা বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান ইমতিয়াজ আহমেদ লিমন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার অন্যতম রাজশাহীর এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের সময় পঁচাত্তরের ২৩ আগস্ট ধানমন্ডির সরকারি বাসভবন থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!