• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলে গেলেন সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০১৮, ০৯:৩২ পিএম
চলে গেলেন সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ

ফাইল ফটো

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ মারা গেছেন। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ধীরাজ কুমার নাথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাগনি জামাই নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। মৃত্যুকালে ধীরাজ কুমার নাথের বয়স হয়েছিল ৭৩ বছর।

নৃপেন্দ্র চন্দ্র বলেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শ্বাসকষ্টে ভুগলে ল্যাবএইডের আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার (৫ জানুয়ার) বিকেলে লাইফ সাপোর্টে পাঠানো হলে ৫টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন ধীরাজ কুমার নাথ। এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব অবস্থায় ২০০৩ সালে দীর্ঘ ৩৪ বছর সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি।

ধীরাজ কুমার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে ১৯৪৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৬৬ সালে নোয়াখালী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে চাকরিতে যোগ দেন তিনি।

তার সম্পাদিত ১২টি বই প্রকাশ পেয়েছে। যার মধ্যে ভ্রমণকাহিনি, প্রবন্ধ সংগ্রহ, উপন্যাস উল্লেখযোগ্য। তিনি নিয়মিত কলাম লেখক। কয়েকটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও সংযুক্ত ছিলেন তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!