• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চা বিক্রি করে শত‍‍কোটি টাকার মালিক তিনি!


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০১৮, ০৩:০৬ পিএম
চা বিক্রি করে শত‍‍কোটি টাকার মালিক তিনি!

ঢাকা : চা ছাড়া সকালই কাটে না। চা নিয়ে নানা স্থানে রয়েছে নানা আয়োজন। ভারতীয় স্বাদের চা বিক্রিতে রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের এক নারী।

ব্রুক এডি। আমেরিকার বাসিন্দা। ২০০২ সালে সামাজিক ন্যায় আন্দোলনে যোগ দিতে ভারতে আসেন তিনি। তখন তিনি পশ্চিম ভারতের গ্রামে বেড়াতে যান এবং সেখানেই প্রথম চুমুক দেন চায়ের কাপে। সেখানে চা খেতে গিয়ে তিনি ভিন্ন ধরেনর স্বাদ পান। এরপর তিনি একে একে ভিন্ন স্বাদের চা নিতে থাকেন। পরে ফিরে যান নিজের দেশে।

যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি ভারতীয় স্বাদের চা খুঁজতে থাকেন। কিন্তু কোথাও তা পাননি তিনি। পরে নিজেই ভারতীয় স্বাদের চা বিক্রির চিন্তা করেন।

যেমন চিন্তা তেমন কাজ। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এডি বানাতে শুরু করেন ‘ভক্তি-চা’। ২০০৭ সাল থেকে নিজের তৈরি চা বিক্রি করতে শুরু করেন এই নারী। দেখতে দেখতেই পরিবার এবং বন্ধুদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তার চা। এডির ওয়েবসাইট (drinkbhakti.com) থেকে জানা যায়, চা বিক্রি শুরুর পর নিজের চাকরি ছেড়ে দেন তিনি। বর্তমানে তিনি ২০০ কোটি টাকার মালিক।

সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!