• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁদ দেখলেই জানানোর অনুরোধ


নিউজ ডেস্ক জুন ২৫, ২০১৭, ০৩:৫০ পিএম
চাঁদ দেখলেই জানানোর অনুরোধ

ঢাকা: আজ শাওয়ালের চাঁদ দেখলেই কাল ঈদুল ফিতর। চাঁদ দেখতে আজ রবিবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। পাশাপাশি দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে জানানোর জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

আর বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ খবর জানানো যাবে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে। এছাড়াও ফ্যাক্স করা যাবে ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল শনিবার শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে আজ ঈদ উদযাপিত হচ্ছে। সাধারণত, বাংলাদেশে মধ্যপ্রাচ্যের সঙ্গে এক দিনের ব্যবধানে রমজান, পবিত্র মেরাজ, শবেহ বরাত পালন করে থাকে। সে হিসেবে আগামীকাল রমজান পালন করা হয়। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!