• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাকরির নামে প্রতারক চক্রের সদস্য আটক


রাজশাহী প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০১৬, ০৮:০৬ পিএম
চাকরির নামে প্রতারক চক্রের সদস্য আটক

রাজশাহী: বিদেশে চাকরির প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের এক সদস্য আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। রাজশাহী তানোরের বদ্দপুর গ্রামে শনিবার (৩১ ডিসেম্বর) অভিযান চালিয়ে মাহবুব (৫৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক মাহবুব চাঁপাইনবাবগঞ্জের উপরাজরামপুর কাইপাড়া গ্রামের মৃত আনেস মোড়ল ছেলে।

রাজশাহী সিআইডির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, চাঁপাইনবাবগঞ্জের একটি চক্র গ্রামের অতি দরিদ্র সহজ সরল মানুষকে অল্প খরচে বিদেশে ভাল বেতনে চাকরির প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদ অনেক আগে থেকে তাদের কাছে ছিলো। শনিবার তারা জানতে পারে তানোরের বদ্দপুর গ্রামে এক বাড়িতে ওই চক্রের কিছু সদস্য বিদেশে লোক পাঠানোর নাম করে টাকা লেনদেন করছেন। ওই সময় অভিযান চালিয়ে মাহবুবকে হাতেনাতে আটক করা হয়।

গত ২৬ অক্টোবর তানোর থানায় একব্যক্তির দায়ের করা মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!