• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাকরী মনের মত না হলে যা করবেন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০১৬, ০২:১৩ পিএম
চাকরী মনের মত না হলে যা করবেন

সোনালীনিউজ ডেস্ক

কাজের উৎসাহ অনেকটাই থাকে না সকালে রাস্তায় যুদ্ধ করে যখন অফিসে পৌছানোর পর। এরপর কাজটা যদি মনের মত না হয় অফিসে তখন হাসফাস লাগতে বাধ্য। অনেক সময়ই আমরা যেভাবে পরিকল্পনা করি কিংবা যে কাজটা পছন্দ করি সেটা করার সুযোগ পাই না বা হয় না। ফলাফল হয় হতাশায় ভোগা। এই হতাশা কাটিয়ে ওঠার শত উপায় আছে। তাই সবার আগে হতাশা কাটানোর চেষ্টা করুন। হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ঘন ঘন জানান না দিয়ে বরং নতুন কিছু ভাবুন। হতে পারে ব্যবসা বা সৃজনশীল কিছু।

এরসঙ্গে নতুন চাকরি খুজতে থাকুন। দিনের একটি বড় অংশ যদি অপছন্দের কাজে ব্যয় করতে হয় স্বাভাবিকভাবেই মন মেজাজ ভালো থাকে না। আর মানসিক চাপ শরীরের পক্ষেও ভাল নয়। তাই নতুন চাকরি খোজার পাশাপাশি নিজেকে ভাল রাখার চেষ্টা করুন। এমন যদি হয় অফিস যাচ্ছেন নিয়মিত ঠিকই কিন্তু কাজে কোন উৎসাহ নেই। যার প্রভাব পড়ছে পারফর্ম্যান্সে এবং এর ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশনের জন্য পিছিয়ে যাচ্ছেন, তাহলে এ অবস্থার দ্রুত পরিবর্তন দরকার। আর মনে রাখবেন, জীবনকে মাঝে মাঝে চ্যালেঞ্জ জানাতে হয় জীবনেরই জন্য।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!