• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাচার ধর্ষণে অন্তঃসত্তা ভাতিজির গর্ভপাতে আদালতের বাধা!


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২০, ২০১৭, ১১:৪২ এএম
চাচার ধর্ষণে অন্তঃসত্তা ভাতিজির গর্ভপাতে আদালতের বাধা!

প্রতীকী ছবি।

ঢাকা: ভারতের একটি আদালত চাচার ধর্ষণের শিকার দশ বছর বয়সী ভাতিজি অন্তঃসত্তা হওয়ায় গর্ভপাত ঘটানোর বিপক্ষে রায় দিয়েছে। এ রায়ে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হরিয়ানা রাজ্যে।

চন্ডিগড়ের ওই আদালতকে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, এই পর্যায়ে এসে গর্ভপাত ঘটানো বালিকাটির জীবনের ঝুঁকির কারণ হতে পারে। বালিকাটিকে তার চাচা ধর্ষণ করেছিল বলে অভিযোগ। তারপরই সে গর্ভবতী হয়ে পড়ে। এখন সে ছয় মাসের গর্ভবতী।

কিন্তু গর্ভের পুরো মেয়াদ শেষ করতে গিয়ে বালিকাটির স্বাস্থ্যের উপর কি ধরণের প্রভাব পড়বে সেটা নিয়েও এক ধরণের উদ্বেগ রয়েছে। হরিয়ানার একটি আদালত গত সেপ্টেম্বর মাসে একই ধরণের পৃথক ঘটনায় ৫ মাসের অন্তঃসত্তা দশ বছরের একটি বালিকাকে গর্ভপাতের অনুমতি দিয়েছিল। ওই বালিকাটিকে তার সৎ বাবা ধর্ষণ করেছিল বলে অভিযোগ উঠেছিল। সূত্র: বিবিসি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!