• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাপ নিচ্ছেন না নুরুল


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৬, ১০:৩৮ পিএম
চাপ নিচ্ছেন না নুরুল

টেস্ট অভিষেকের অপেক্ষায় প্রহর গুনছেন নুরুল হাসান। মুশফিকুর রহীমের বিকল্প হিসেবে তিনি চট্টগ্রাম টেস্টে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে যেতে পারেন। তার জন্য পুরোপুরি নিজেকে প্রস্তুত রেখেছেন নরুল। দলের প্রয়োজনে যে কোন পজিসনে তিনি ব্যাট হাতে নামতে তৈরি। মুলত লিটন দাসের চোটই কপাল খুলে দিয়েছে নুরুলের।

ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচই খেলেছেন নুরুল। দলে তিনি রয়েছেন দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। সোমবার (১৭ অক্টোবর) নুরুল জানিয়েছেন, দলের চাহিদা মাফিক যে কোন পজিসনে ব্যাট হাতে নামতে তার কোন সমস্যা হবে না,‘ যখন যে ফরম্যাট আসে আমি চেষ্টা করি ওই ফরম্যাটে মানিয়ে নিতে। বড় ব্যাপার হলো পরিস্থিতি যা দাবি করে সে অনুযায়ী খেলতে পারি।’

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় লিগের চারদিনের ম্যাচে রানের মধ্যেই ছিলেন নুরুল। সর্বশেষ ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে অপরাজিত সেঞ্চুরি। সবমিলে নুরুল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি। তাতে ৪১.৮১ গড়ে রান করেছেন ২,৪২৫। সেঞ্চুরি রয়েছে পাঁচটি।

নুরুল হাসানকে মুল একাদশে দেখা গেলেও তাকে খেলতে হবে একেবারে নিচের দিকে। যেখানে বেশিরভাগ সময়ই খেলতে হতে পারে টেলএন্ডারদের সঙ্গে। তবে এসব নিয়ে মোটেও ভাবছেন না নুরুল। তার কথায়,‘ ব্যাটিং নিয়ে আমার আলাদা কোন পরিকল্পনা নেই। সুযোগ পেলে দল যেরকম চায় সে অনুযায়ী যেন খেলতে পারি সে লক্ষ্যই থাকবে।’

এ বছরের জানুয়ারীতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন নুরুল। এখনো ওয়ানডে অভিষেক হয়নি। তার আগেই হয়ত টেস্ট ক্যাপ মাথায় তুলবেন। খানিকটা চাপ থাকারই কথা। কিন্তু নুরুল চাপ তত্ত্বটাকে গায়ে মাখছেন না,‘ চাপ মনে করলে অনেক কঠিন হয়ে যাবে। আমি স্বাভাবিকভাবেই নিতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!