• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার ভাষায় মুক্তি পেল ‘বাহুবলী’র ট্রেলার(দেখুন)


বিনোদন ডেস্ক মার্চ ১৬, ২০১৭, ০২:৩৯ পিএম
চার ভাষায় মুক্তি পেল ‘বাহুবলী’র ট্রেলার(দেখুন)

ঢাকা: ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের আলোচিত সিনেমার নাম ‘বাহুবলী’। এসএস রাজামউলে পরিচালিত দুই পর্বের সিনেমার প্রথম পর্ব রিলিজ হয় ২০১৫ সালে। বক্স অফিসতো বটেই, ছবিটি তুমুল প্রশংসা কুড়িয়ে নেয় সর্বশ্রেণির দর্শকদের কাছেও!

মুক্তির প্রতীক্ষায় থাকা এই ঐতিহাসিক সিনেমা নিয়ে এরইমধ্যে আলোচনা তুঙ্গে। ছবির যেকোনো সংবাদ ছাপা হয় অতি গুরুত্ব দিয়ে। সম্প্রতি ছবিটির পোস্টার নিয়েও হইচই নজর কেড়েছে সবার। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৬ মার্চ সকালে ইউটিউবে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার!

পোস্টারে যেমন ‘বাহুবলী-২’ ছবির বিধ্বংসী রূপ, আবার কখনো একেবারে রোমান্টিক ভঙ্গির প্রকাশ দেখা গিয়েছিল, ঠিক ট্রেলারেও তাই। তবে ট্রেলারটি শুধু হিন্দিতে মুক্তি পায়নি। বরং চারটি ভাষায় মুক্তি দেয়া হয়েছে ‘বাহুবলী ২’র ট্রেলার। হিন্দি, তেলেগু, তামিল ও মালায়লাম ভাষায় মুক্তি পায় ট্রেলারটি। 

অন্যদিকে শিগগির মুক্তি পেতে চলেছে পরিচালক এসএস রাজামউলির বহুল প্রতীক্ষিত ছবি ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’। এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাচ্ছে এপিক ব্লকবাস্টার বাহুবলীর সিক্যুয়েল।  

বাহুবলীর সিক্যুয়েলে প্রভাস এবং আনুশকা শেঠির প্রেমকে ফুটিয়ে তোলা হবে। অভিনেত্রী তামান্না ভাটিয়া প্রথমভাগের মতো এই ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। তেলুগু, তামিল ছাড়াও হিন্দি এবং অন্যান্য ভাষাতেও ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’ মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
ট্রেলারে ‘বাহুবলী ২’:

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!