• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চার মিডিয়া ছাড়া কথা বললেন না বিচারপতি খায়রুল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৭, ০৩:৪৩ পিএম
চার মিডিয়া ছাড়া কথা বললেন না বিচারপতি খায়রুল

ফাইল ছবি

ঢাকা: চারটি গণমাধ্যম ছাড়া অন্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তার আহবানে গণমাধ্যমের কর্মীরা আইন কমিশনের কার্যালয়ে গেলে চারটি গণমাধ্যমকে রেখে বাকীদের সামনে কথা বলবেন না বলে জানিয়ে দেন তিনি।

চারটি গণমাধ্যম হলো- বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর, দৈনিক জনকণ্ঠ, অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক প্রথম আলো। 

খায়রুল হক বলেন, আমি দুঃখিত। এই চারটি ছাড়া বাকীদের (সংবাদকর্মী) সঙ্গে কথা বলতে চাচ্ছি না।

তিনি বলেন, জনকণ্ঠের স্বদেশ বাবু আমাকে অনুরোধ করলেন, আমি ওকে (ফারজানা রুপা) বললাম ওরা কি থাকতে পারে। প্রথম আলো বলেছে, আমরা আগের সংবাদ সম্মেলনে থাকতে পারি নাই। তাই প্রথম আলোকে আজ থাকতে বলেছি। ওদেরকে থাকতে বলেছি রুপার অনুমতি নিয়ে। এখানের আর কারো থাকার সুযোগ নেই। আমি দুঃখিত।  

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!