• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসায় নোবেল পাচ্ছেন জাপানের ওশুমি


আন্তর্জাতিক ডেস্ক  অক্টোবর ৩, ২০১৬, ০৬:৪১ পিএম
চিকিৎসায় নোবেল পাচ্ছেন জাপানের ওশুমি

এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন জাপানের ইওশোনোরি ওশুমি। অটোফ্যাজি নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হচ্ছে। সোমবার (৩ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, অটোফ্যাজি হলো এমন একটি প্রক্রিয়া; যা মানবদেহে অনাকাঙ্খিত প্রোটিনকে বের করে দিতে সাহায্য করে। তবে তা আলজেইমারের মতো রোগের ঝুঁকি বাড়াতে পারে।

নোবেল কমিটি জানিয়েছে, মানবদেহে কোষ কিভাবে তার উপাদান পুনঃপ্রক্রিয়াজাত করে- সে বিষয়ে মূলত গবেষণা করেছেন এ চিকিৎসা বিজ্ঞানী। তার এ গবেষণা ক্যান্সার ও স্নায়ু রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ ৬টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেয়া হয়।

এগুলোর মধ্যে শুধু শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় নরওয়ের অসলো থেকে। বাকিগুলো সুইডেনের স্টকহোম থেকে দেয়া হয়।

নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৪ অক্টোবর) পদার্থ, বুধবার (৫ অক্টোবর) রসায়ন, শুক্রবার (৭ অক্টোবর) শান্তি, সোমবার (১০ অক্টোবর) অর্থনীতির ওপর নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। তবে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!