• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়ার ব্যাপারে সচেতন হওয়ার তাগিদ


বিশেষ প্রতিনিধি জুলাই ১৪, ২০১৭, ১২:৪৪ পিএম
চিকুনগুনিয়ার ব্যাপারে সচেতন হওয়ার তাগিদ

ঢাকা: এডিস মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়া ও ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য রাজধানীবাসীকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) মেয়র আনিসুল হক। শুক্রবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তর নগর ভবনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র এ তাগিদ দেন।

সম্প্রতি চিকুনগুনিয়া জ্বরের মারাত্মক প্রকোপ দেখা দেয়ায় এ নিয়ে রাজধানীসহ সারা দেশের মানুষ ক্ষোভ প্রকাশ করে আসছেন। অনেকেই এর জন্য সিটি কর্পোরেশনের অবহেলা আর দায়িত্বকে দোষারোপ করছেন।

এ প্রসঙ্গে মেয়র আনিসুল হক বলেন, অনেকেই অনেকভাবে সিটি কর্পোরেশনকে দায়ী করছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এডিস মশা নগরীর ময়লা পানি বা ড্রেনে জন্ম নেয় না। এডিস মশা জন্ম নেয় বাসার ফ্রিজের পানি, এসি, সানসেট, ফুলের টবে। তাই এ বিষয়ে নগরবাসীকে আরও সচেতন হওয়ার তাগিদ দেন মেয়র।

তিনি বলেন, যেহেতু এই ভাইরাস জ্বর চিকুনগুনিয়ার উৎপত্তি এবারই প্রথম। তাই আগামীতে যেন এর প্রভাব আর না পরে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মেয়র।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!