• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকুনগু‌নিয়ার বিস্তারে ডিএনসিসি দায়ী নয়: আনিসুল হক


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০১৭, ০৭:১৮ পিএম
চিকুনগু‌নিয়ার বিস্তারে ডিএনসিসি দায়ী নয়: আনিসুল হক

ঢাকা: রাজধানীতে চিকুনগু‌নিয়ার বিস্তারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো দায় নেই। শুক্রবার (১৪ জুলাই) দুপু‌রে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে চিকুনগু‌নিয়ার প্রাদুর্ভাব এবং ডিএনসিসির কার্যক্রম নিয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে মেয়র আনিসুল হক এ দাবি করেন।

তাছাড়া সিটি করপোরেশনের ড্রেন কিংবা ময়লার ডাস্টবিনে এডিস মশা জন্মায় না। এ মশা জন্মায় বাসাবাড়িতে, পরিষ্কার পানিতে, নির্মাণ সামগ্রীতে, এসি, ফুলের টব, ক্যান, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায়। মশা মারতে হলে কীটনাশক ব্যবহার করতে হয়। কিন্তু নিরাপত্তার কথা ভেবে আমরা বাসাবাড়িতে গিয়ে ওষুধ দিতে পারি না।

তিনি বলেন, আমরা আগাম পূর্বাভাস পাইনি। তাছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে কোনো জাতীয় নির্দেশিকা আজ পর্যন্ত প্রস্তুত করা হয়নি। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় তৈরি করে। যে কারণে প্রথমে এ রোগের নিয়ন্ত্রণ করা যায়নি। অনেকেই মনে করেন এ জন্য ডিএনসিসি দায়ী।

মশা নিধনে সিটি করপোরেশন ব্যর্থ হওয়ায় এ রোগ ছড়িয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের অনেক দোষ আছে। তবে যেখানে ৫ দিন পরপর মশা নিধনের ওষুধ প্রয়োগের কথা, সেখানে আমরা তিন দিন পরপর প্রয়োগ করছি।

আনিসুল হক বলেন, তবে মেয়র হিসেবে আক্রান্তদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!