• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিনিকলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪


জয়পুরহাট প্রতিনিধি ডিসেম্বর ২, ২০১৬, ১০:৩৬ পিএম
চিনিকলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪

জয়পুরহাট : জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণে এক প্রকৌশলীসহ আরো তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পানি গরম করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় মিল কর্তৃপক্ষ।

দগ্ধরা হলো, উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া, শ্রমিক আব্দুল হান্নান, নাজমুল হক ও লুৎফর রহমান। গুরুত্বর আহত অবস্থায় তাদের জয়পুরহাট আধুনিক হাসপাতাল ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানায়, আসন্ন আখ মাড়াই উপলক্ষে এদিন সন্ধ্যায় বয়লারে পরীক্ষামূলকভাবে পানি গরম করা হচ্ছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে বয়লারে বিস্ফোরণ হয়।

তিনি আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দগ্ধদের উদ্ধার করে প্রথমে জেলা আধুনিক হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে শাহজাহান কিবরিয়া ও আব্দুল হান্নানকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!