• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনে এবারও রোজা রাখায় নিষেধাজ্ঞা!


আন্তর্জাতিক ডেস্ক মে ১৭, ২০১৮, ০৫:৪৭ পিএম
চীনে এবারও রোজা রাখায় নিষেধাজ্ঞা!

ঢাকা: চীনের শিনজিয়াং অঞ্চলে মুসলিমদের রোজা রাখায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। ওই অঞ্চলে প্রায় এক কোটি মুসলমান বসবাস করেন। গত কয়েক বছর ধরে চীনের কমিউনিস্ট সরকার এই অঞ্চলে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

বৃহস্পতিবার (১৭ মে) চীনা সরকারি ওয়েবসাইটগুলিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় কর্তৃপক্ষ জানায়, সরকারি চাকরিজীবী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা রোজা রাখতে পারবেন না। পাশাপাশি মুসলিম মালিকদের রেস্তোরাঁ খোলা রাখার নির্দেশও দেয়া হয়েছে।

শিনজিয়াংয়ের জিংহি কাউন্টির সরকারি খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ‘পুরো রমজান মাসে হোটেল, রেস্তোরাঁ-সহ যাবতীয় খাবারের দোকান খোলা রাখতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি চাকুরিজীবী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকরা রোজা রাখতে পারবেন না। মুসলিম মালিকদের খাবার হোটেল খোলা রাখার নির্দেশও দেয়া হয়েছে।

এ বিষয়ে উইঘুরের মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ওই নিষেধাজ্ঞার ফলে জাতিগত উত্তেজনা বাড়বে।

উল্লেখ্য, গত কয়েক বছরে এ অঞ্চলে জাতিগত দাঙ্গায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: খালিজ টাইমস

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!